Institute Information

.
পাকিস্থান সরকার আমলে পূর্ব পাকিস্থান তথা বাংলাদেশ জিলা সদরে ১৬ টা পলিটেকনিক স্তাপিথ হয় দিনাজপুর 
পলিটেকনিক তার মধ্যে অন্যতম |১৯৬৪ সালে সিভিল ও পাওয়ার টেকনোলজি নিয়ে দিনাজপুর পলিটেকনিক এর 
যাত্রা শুরু করে। পরবর্তীতে ১৯৬৮ সালে মেকানিক্যাল, ১৯৮৬ সালে ইলেক্ট্রিক্যাল টেকনোলজি চালু করা হয়। 
২০০২ সালে কম্পিউটার টেকনোলজি দিনাজপুর সহ সারা দেশের সকল পলিটেকনিক এ চালু করা হয়। এরপর 
২০০৬ সালে আর্কিটেকচার এন্ড ইনটেরিওর ডিজাইন টেকনোলজি চালু করা হয় । বর্তমানে এখানে ছয়টি টেকনোলজিতে
 শিক্ষা দান করা হয় । ১৫.৪ একর জমির উপর স্থাপিত বিশাল এই প্রতিষ্ঠানে প্রশাসনিক ভবন, একাড্যামিক ভবন,
কম্পিউটার ভবন ইলেক্ট্রিক্যাল ভবন সিভিল ও আর্কিটেকচার ভবন ,মেকানিক্যাল ও পাওয়ার শপ , বিদ্যুৎ উৎপাদন 
কেন্দ্র , সাবসটেশন, ল্যাবরেটরি সহ সর্বোত্তম সুযোগ বিদ্যমান ।
 

0 comments:

Post a Comment